চট্টগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম আশরাফুল হোসেন আসিফ।
সোমবার সকালে নগরীর কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশনের প্রবেশমুখ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আসিফ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে তার কাছ থেকে প্রায় চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।