চট্টগ্রামে চার বিএনপি নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে চার বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আলম খাজা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।

অব্যাহতি পাওয়া চার নেতা হলেন আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, সহ-সভাপতি রেহান উদ্দিন, উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ ও আকবর শাহ থানা যুবদলের সাবেক সদস্যসচিব ইলিয়াস খান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের পদ থেকে তারেক রহমানের নির্দেশক্রমে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights