চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, দুইজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর হালিশহরে শান্তিবাগ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ। তারা হলেন-মো. ফরিদ ও আমিন।
হালিশহর থানার ওসি কায়সার হামিদ বলেন, বাস পোড়ানোর ঘটনায় ঘটনাস্থল এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন স্বেচ্ছাসেবক দল নেতা ও অপরজন শ্রমিক দলের সাথে সম্পৃক্ত। রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।