চট্টগ্রামে নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের নির্বাচনি ক্যাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী এম এ লতিফের সমর্থকদের বিরুদ্ধে। বুধবার ভোর ৪টার দিকে নির্বাচনি এলাকার আবদুল মাবুদ সওদাগরের বাড়ির পাশে স্থানীয় নির্বাচনি ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়া হয় বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সুমন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে হঠাৎ করে দেখা যায় ওই নির্বাচনি ক্যাম্পে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নেভানোর আগে ক্যাম্পের দক্ষিণ ও পূর্বপাশ পুড়ে যায়। আগুনে ক্যাম্পের ত্রিপল, নির্বাচনি পোস্টার ও ব্যানারও পুড়ে গেছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন বলেন, ‘আমি কোনোভাবেই সংঘাত-সহিংসতার পক্ষে নই। প্রধানমন্ত্রীর নির্দেশে ও এলাকার আপামর মানুষের ভালোবাসাকে পুঁজি করে প্রার্থী হয়েছি। যেখানেই যাচ্ছি নেতাকর্মীদের একটাই কথা বলি, মার দিলে মার খেতে। মারামারি ও অগ্নিসন্ত্রাস থেকে দূরে থাকতে। কিন্তু উনার (লতিফ) লোকজন এখানে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের প্রতি অনুরোধ করছি।’
নির্বাচনি মাঠে সুমনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে লতিফের সমর্থকরা নির্বাচনি ক্যাম্প পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করছেন সুমনের সমর্থকরা।
এ ব্যাপারে জানতে এম এ লতিফকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।