চট্টগ্রামে যাত্রীর কাছ থেকে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজীক্যাম্প এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি করে এক যাত্রীর কাছ থেকে দেশিয় অস্ত্র পাওয়া গেছে। এ ঘটনায় বেলাল হোসেন (৩৫) ওই যাত্রীকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। বৃহস্পতিবার চেকপোস্টে তল্লাশিকালে তাকে তার কাছ থেকে দেশিয় তৈরি দুটি এলজি জব্দ করা হয়।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে দুটি দেশিয় এলজিসহ বেলালকে আটক করা হয়। তিনি সিএনজি অটোরিকশা নিয়ে বায়েজিদ এলাকার দিকে যাচ্ছিলেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। পরবর্তীতে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।