চট্টগ্রামে ৭ মার্চ জয় বাংলা কনসার্ট, চলছে জোর প্রস্তুতি

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে ‘জয় বাংলা কনসার্ট’ এবার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরীতে। এম এ আজিজ স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

তিনি বলেন, শুরু থেকেই জয় বাংলা কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছিল। ঢাকার বাইরে প্রথমবারের মত এবার আয়োজনটি চট্টগ্রামে করা হচ্ছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা আয়োজিত এ কনসার্টের তত্ত্বাবধানে থাকবে চট্টগ্রাম জেলা ও পুলিশ প্রশাসন।

ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের নিয়ে স্টেডিয়াম পরিদর্শন করেছেন।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। মাঝে মহামারীর কারণে ২০২১ ও ২০২২ সালে এ আয়োজন করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights