চবিতে বিক্ষোভকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

চবি প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করা শিক্ষার্থীদের ওপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের হামলা চালানোর অভিযোগ উঠেছে৷

রবিবার রাত ১১ টার দিকে বিভিন্ন হল ও কটেজ থেকে স্লোগান দিতে দিতে দিতে জিরো পয়েন্টে প্রধান ফটকের সামনে উপস্থিত হন চবি শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘এই বাংলার মাটি-রাজাকারের ঘাঁটি’ ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, এসময় ছাত্রলীগ কর্মীরা হামলা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, কয়েকটি ককটেল বিস্ফোরণও করেছে ছাত্রলীগের কর্মীরা৷
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, আমরা অধিকার চেয়ে আন্দোলন করতে নেমেছি কিন্তু আমাদের রাজাকার বলা হলো। এমন বক্তব্য আমরা মেনে নিতে পারি না৷

ছাত্রলীগের হামলায় আহত এক শিক্ষার্থী বলেন, আমরা প্রতিবাদ করতে এসেছি। কিন্তু হঠাৎ দেখি ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর ঝাপিয়ে পড়েছে। ককটেল বিস্ফোরণ করলে শিক্ষার্থীরা এদিক-ওদিক পালিয়ে যায়।

কোটা আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাসেল জানান, আমরা মিছিল করছিলাম, তখন আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। কে মেরেছে তা জানি না। আমাদের ২ জন শিক্ষার্থী আহত হয়। একজন মেয়েও আছেন। এছাড়া আমাদের ওপর ককটেল বিস্ফোরণ করা হয়।

চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম বড়ুয়া জানান, মারামারির পরে আমি এসেছি। এতোদিন কিন্তু তাদের আন্দোলনে বাধা দেওয়া হয়নি, আমরাও চেয়েছি কোটার যৌক্তিক সমাধান আসুক। কিন্তু স্বাধীন দেশে আমি রাজাকার রাজাকার স্লোগান দেওয়া কখনো কাম্য নয়।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সংশ্লিষ্ট প্রতিবেদক একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights