চরভদ্রাসনে ইমামদের মধ্যে ঈদ উপহার বিতরণ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে দুইশত ১৩ জন ইমামের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান হাজী আব্দুর রহিম কল্যান ট্রাস্ট। বৃহস্পতিবার সকাল দশটার দিকে গাজীরটেক ইউনিয়নে অবস্থিত বেপারী বাড়িতে এ উপহার বিতরণ করা হয়।

উক্ত ট্রাস্টের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আলমগীর কবিরের ব্যক্তিগত তহবিল হতে এ উপহার সমগ্রী বিতরণ করা হয়। চারটি ইউনিয়নের মধ্যে চর ঝাউকান্দায় ৭ জন, গাজীরটেকে ৭৩ জন, চরভদ্রাসনে ৮০ জন ও চর হরিরামপুরের ৫৩ জন মোট দুইশত ১৩ জন ইমাম এ উপহার পেয়েছেন। উপহার হিসেবে এদের প্রত্যেককে পঁচিশ কেজি চাল, আলু তিন কেজি, পিয়াজ এক কেজি, চিনি এক কেজিসহ বিভিন্ন উপকরণ ও নগদ টাকা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আলমগীর কবিরের পিতা হাজী আব্দুর রহিম, ট্রাস্টের পরিচালক মো. মোস্তফা কবির, চরভদ্রাসন উলামা পরিষদের সভাপতি মুফতি জাকারিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights