চলন্ত ট্রেনের নীচে পড়েও বাঁচলে তিনি!

অনলাইন ডেস্ক
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেললাইনে পড়ে যান ভারতের এক যুবক। তার উপর দিয়েই চলে যায় ট্রেন। এই সময় স্টেশনে উপস্থিত সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কিন্তু এরপর যা ঘটলো তা অবিশ্বাস্য ঠেকল অনেকের কাছে। এক্সপ্রেস ট্রেনটির নীচে পড়ে ওই যুবক থাকলেন পুরোপুরি অক্ষত। জানা গেছে, পুরোপুরি সুস্থ রয়েছেন ওই যাত্রী। বিহারের সমস্তিপুর স্টেশনের ঘটনা।

রেল সূত্রে জানা গিয়েছে, ওই যুবক সমস্তিপুর স্টেশন থেকে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ধরবেন বলে ঠিক করেছিলেন। চলন্ত ট্রেনে উঠতে গিয়েই বিপত্তি। ট্রেন থেকে পড়ে যান লাইনে। আটকে পড়েন ট্রেন এবং প্লাটফর্মের মাঝের অংশে। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেনটি প্লাটফর্ম ছাড়তেই সকলে উঁকিঝুঁকি দিচ্ছেন রেললাইনে। দেখা গেল প্লাটফর্মের গা ঘেঁষে পড়ে রয়েছেন যুবক। এর পর কয়েক জন তাঁকে টেনে তোলেন।

এই ঘটনার জেরে এক্সপ্রেস ট্রেনটিও প্লাটফর্ম ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ছুটে গিয়ে সেই ট্রেনে ওঠেন যুবক।

কয়েক সপ্তাহ আগে এই সমস্তিপুর স্টেশনেই কিছু ক্ষণের জন্য ট্রেন চলাচল, কাজকর্ম স্তব্ধ হয়ে গিয়েছিল। নেপথ্যে ছিল কয়েকটি বাঁদর। কলা নিয়ে টানাটানির জেরে একে অন্যকে জিনিসপত্র ছুড়ে মারছিল তারা। তার মধ্যে একটি আটকে যায় ওভারহেড তারে। শর্ট সার্কিট হয়। তার ছিড়ে পড়ে যায় ট্রেনের একটি কামরার উপর। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, সমস্ত রকম কাজকর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights