চাঁপাইনবাবগঞ্জে নৌকার নির্বাচনি অফিসে আগুন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকার নির্বাচনি আফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের মালামাল পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাতে কানসাট ইউনিয়নের আব্বাস বাজারে কানসাট ইউনিয়নের প্রদান নির্বাচনি অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা।
নৌকা প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট তৌহিদুল আলম টিয়া বলেন, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে এবং এতে অফিসের টেবিলক্লথ ও ব্যানার পুড়ে যায়।
এদিকে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।