চিরকুট লিখে কলেজছাত্রীর আত্মহত্যাবি
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের কাউনিয়া উপজেলায় গলায় ওড়না পেচিয়ে সুরমা খাতুন (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার ভোররাতে নিজ ঘরের তীরের (ধরনা) সাথে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
তার লাশের কাছে একটি চিরকুটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, সে ওই চিরকুটে সবার কাছে দোয়া কামনা করেছেন।
সুরমা খাতুন হারাগাছ ইউনিয়নের সোনাতন চীলমারী টারী গ্রামের মো. শাহিদুল ইসলামের কন্যা। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।