চিরিরবন্দরে তিন পরিবারের বসতঘরে আগুন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে গেছে। গভীর রাতে আগুন লাগায় লোকজন ঘর থেকে বের হতে পারলেও ঘরে জমানো নগদ টাকা, গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর গ্রামের ফকিরপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবার এখন খোলা আকাশের নিচে বাস করছে।

চিরিরবন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ, চিরিরবন্দর আইডিয়াল স্কুলের পরিচালক মমিনুল ইসলাম মমিন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও কাপড় প্রদান করেছেন।
ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম জানান, আমার আয়ের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত রিকশাভ্যানটিও আগুনে পুড়ে ছাই হয়েছে। পরনের কাপড় ছাড়া বাড়ির গরু-ছাগলসহ জমানো ১৮ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়েছে। আগুনে পুড়ে সবকিছু শেষ হয়ে নিঃস্ব হয়েছি।

ক্ষতিগ্রস্ত শাহ আলম বলেন, আগুন লাগার চিৎকার-চেঁচামেচিতে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে দেখি ঘরের টিনেও দাউ দাউ করে আগুন জ্বলছে। সমিতি থেকে উত্তোলিত ৭০ হাজার টাকাসহ সব আসবাবপত্র পুড়ে গেছে।

চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে তিনটি বসতবাড়ির গরু ছাগল, হাঁস মুরগিসহ সবকিছু পুড়ে যায়। আগুনের সূত্রপাত জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুত নগদ অর্থসহ সরকারি সহায়তা দেয়া হবে বলে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights