চুয়াডাঙ্গায় বাংলা বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বাংলা নববর্ষ-১৪৩০ বরণ করতে চুয়াডাঙ্গায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরে আয়োজন করা হয়।
আজ শুক্রবার সকাল ৯টায় শহরের ভিজে স্কুল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে শেষ হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম সাইফুর রশীদ ও সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান।
এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণের মুক্তমঞ্চে জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।