চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাদক মামলায় আব্দুল্লাহ্ আল মামুন নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। রবিবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন। আব্দুল্লাহ্ আল মামুন দামুড়হুদা দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে আব্দুল্লাহ্ আল মামুনের ভাড়া বাড়ি থেকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়। মামলায় ৮ জন সাক্ষীকে পরীক্ষা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ১৯ (১) ধারায় এ দণ্ডাদেশ প্রদান করেন আদালত।