চোট কাটিয়ে জটা দলে ফেরায় স্বস্তিতে লিভারপুল কোচ
অনলাইন ডেস্ক
চোটের কারণে চলতি মৌসুমে বেশ ভুগতে হচ্ছে লিভারপুলকে। মাঠের বাইরে আছেন কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সামনে আবার আফ্রিকান নেশন্স কাপের জন্য থাকবেন না মোহামেদ সালাহও। এমন সময়ে চোট কাটিয়ে দিয়োগো জটার ফেরা দলটির জন্য স্বস্তিদায়ক। কোচ ইয়ুর্গেন ক্লপের মতে, পুরো দলের চিত্র বদলে দিতে পারেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
প্রিমিয়ার লিগে গত নভেম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পেয়ে ছিটকে যান জটা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচ বাইরে থাকার পর ফেরেন গত মঙ্গলবার লিগে বার্নলির বিপক্ষে। ৮৪তম মিনিটে বদলি হিসেবে নেমে জালের দেখাও পেয়ে যান তিনি। দারউইন নুনেসের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর নির্ধারিত সময়ের শেষ মিনিটে জটার লক্ষ্যভেদে ম্যাচটি ২-০ গোলে জিতেছে লিভারপুল। এই মৌসুমে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ৯টি গোল করেছেন জটা।
বিভিন্ন চোটের জন্য এখনও মাঠের বাইরে আছেন থিয়াগো আলকান্তারা, আলেক্সিস মাক আলিস্তেরসহ মোট সাতজন। আর আসছে আফ্রিকান নেশন্স কাপে অংশ নিতে শীঘ্রই দল ছাড়বেন এখন লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার সালাহ। আফ্রিকান এই প্রতিযোগিতা আগামী ১৩ জানুয়ারি শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে জটার মাঠে ফেরা এবং গোল পাওয়া লিভারপুলের জন্য দারুণ সুসংবাদ। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ২৭ বছর বয়সী এই ফুটবলারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ক্লপ।
তিনি জানান, আমি জটাকে ভালোবাসি, কিন্তু সে আগেও সুযোগ মিস করেছে। এটা এমন একটা ব্যাপার যা আমরা সবসময় দেখতে চাই, সবসময় এমন কিছু খেলোয়াড় যারা খেলার মধ্যে থাকে না এবং তারপর হুট করে তারা সব পরিবর্তন করতে পারে। দিয়োগো আমাদের জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে থাকার ফলে পুরো দলের গতি বদলে গেছে।
ক্লপ বলেন, এবার সে যে গোলটি করেছে, সেটা এমন একজন করতে পারে যার দৃঢ় বিশ্বাস আছে। অবশ্যই ভালো টেকনিক, কিন্তু তার দৃঢ় বিশ্বাস থাকার কারণ হল গত কয়েক সপ্তাহে পুনর্বাসনে থাকায় (নিজেকে নিয়ে) কোনো ধরনের সংশয় সৃষ্টি হওয়ার সুযোগ হয়নি।
প্রসঙ্গত, লিগে ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। দলটির পরবর্তী ম্যাচ আগামী সোমবার, নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।