‘জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে’
নিজস্ব প্রতিবেদক, রংপুর
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি সংগ্রাম-আন্দোলন করে আওয়ামী লীগের কিছু করতে পারবে না। জনগণ আজ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা এক মিনিটের জন্য এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। ক্ষমতাসীন সরকার যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে বিএনপি আন্দোলন করে যাবে।
শনিবার বিকেলে রংপুর নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে রংপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে তার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মেনে নিয়েছেন। বিএনপি শান্তিপ্রিয় দল হিসেবে তিনি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় না আসলে আমি পালিয়ে যাব না। মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। তিনি প্রমাণ করেছেন বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না।
মো. শাহজাহান বলেন, গত বছরের ১০ ডিসেম্বর বিএনপির আন্দোলন ছিল এক রকম। এরপর থেকে আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকে কারাগারে ঢোকানো হয়েছে। আমাদের অনেক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা আন্দোলন থেকে সরে যাইনি। যত বাধাই আসুক বিএনপির আন্দোলন চলবে।
রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দলু, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামানসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে সকাল থেকে রংপুর বিভাগের ৮ জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গ্রান্ডহোটেল মোড়স্থ গণসমাবেশে যোগ দেয়। এক পর্যায়ে সালেক পাম্প থেকে রহমানীয় পাম্প পর্যন্ত সড়কের দুটি লেন নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ।