জবিতে ছাত্রদলের ‘জিয়া ট্রি’ রোপণ কর্মসূচি পালন

জবি প্রতিনিধি:

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জিয়া ট্রি’ (নিমগাছ) রোপণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহামুদুল হাসান খান ওরফে মাহামুদের নেতৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে মো. মাহামুদুল হাসান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই আমাদের সংগঠন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পাশে ছিল এবং ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মত অসংখ্য সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের মরুভূমিতে নিমগাছ লাগিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারই আদর্শ ধারণ এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুন্দর ছাত্রবান্ধব ক্যাম্পাস গঠনে ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে বৃক্ষরোপণ করি।

এ কর্মসূচিতে শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রুদ্র, মো. মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাজ্জাদ সান্ত সাফায়েত সিয়াম, মো. সোহেল, মো. অর্ণব, ক্রিয়া সম্পাদক কামরুল হাসান নাফিজসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights