জয়পুরহাটে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার
জয়পুরহাট প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জয়পুরহাটে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন।
সেমিনারে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বেসরকারি এনজিও ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।এসময় মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মনিটরিংসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।