জয়পুরহাটে শিল্পকলায় ‘একটি অবাস্তব গল্প’ মঞ্চস্থ
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার রাত দশটায় বিমল বন্দোপাধ্যায় রচিত হাসির নাটক ‘একটি অবাস্তব গল্প’ মঞ্চস্থ। জয়পুরহাট থিয়েটারের পরিবেশনায় নাটকটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি উৎপল কুমার মন্ডল। ঈদ পুনর্মিলনী উদযাপন উপলক্ষ্যে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন জয়পুরহাট থিয়েটার ও জয়পুরহাট সংগীত চক্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বর্তমানের ভার্চুয়াল সমাজে এ ধরণের নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান খুব একটা আয়োজন করতে দেখা যায় না। এই আয়োজনে বাঙালির অতীত সংস্কৃতিকে লালন করা হয়েছে। নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিটি পরিবেশনা হৃদয় ছুঁয়ে গেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, জয়পুরহাট সংগীত চক্রের সভাপতি মাহমুদুল ইসলাম, জয়পুরহাট থিয়েটারের সভাপতি ও নাট্যপরিচালক উৎপল কুমার মন্ডল।
এতে অভিনয় করেন জয়পুরহাট থিয়েটারের বিশিষ্ট নাট্যশিল্পী বকুল সওদাগর, উৎপল কুমার মন্ডল, হেলাল উদ্দিন, আব্দুল লতিফ, সাহাদুল ইসলাম সাজু, ফরহাদ হোসেনসহ অন্যরা।