জাতীয় শোক দিবসে চট্টগ্রাম মহানগর যুবলীগের দিনব্যাপী কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবু। মঙ্গলবার নগরীর ৩৭ নং মুনির নগর ওয়ার্ড, ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড, ২৬নং উত্তর হালিশহর ও ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড এলাকার প্রায় দুই হাজার অসহায় ও দুঃস্থ এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এরআগে ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মৌলানা গিয়াস উদ্দিন সাহেব। এতে ৩৬ নং ওয়ার্ড নিমতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. ইকবাল, সাধারণ সম্পাদক মো. রিফাত আলম, ৩৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক টিশু মল্লিক, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবলা, নিমতলা ইউনিট আওয়ামী লীগ নেতা দিদার উদ্দিন, জাহাঙ্গীর সৈয়দ, মোরশেদ আলম, সেলিম উদ্দিন, নিজামুদ্দিন, মতিউর রহমান, নেছার বিন ফয়সাল রিমন, মাসুদুল আলম জিকু, সালাউদ্দিন রনি, মো. সগীর, ৩৬নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহজাহান বাপ্পি, ফরহাদ আবদুল্লা, কায়সার, মুনির, রাজু মোমেন, রুবেল, সোহেল রানা, ইসমাঈল হুরান, সালাউদ্দীন, রমজান আলী, কাজী আরিফ, টিপু, জুয়েল, আমির, মো: মাসুম, হৃদয় কুমার দাশ, আরমান, আলাউদ্দীন, সোহেল রানা, ফিরোজ মৃধা, মোঃ ওসমান হায়দার, সৈয়দ, এনামুল হকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।