জামালপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাস ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২৯ অক্টোবর) সকালে মালিবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শান্তি সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল , উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন, যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, শ্রম বিষয়ক সম্পাদক মিষ্টার রানা, উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, বাট্টাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান , উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আমির ফয়সাল সহ তাঁতী লীগের সকল নেতাকর্মী ,যুব লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের সভাপতির জহুরা বেগম সহ সকল নেতাকর্মী , ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বকশীগঞ্জ উপজেলা শহরের সকল ব্যবসায়ী দোকান মালিক ও গাড়ি চালকরা এ কর্মসূচিকে স্বাগত জানায়। বিএনপি ও জামাতের ডাকা হরতালের কোন প্রভাব পরেনি বকশীগঞ্জ উপজেলা শহরে।
দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু