জামালপুরে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
অনলাইন ডেস্ক
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-২)। গ্রেফতাররা হলেন মুসলিম উদ্দিন (৫৫) ও আব্দুল মান্নান ওরফে মান্না (৪৫)।
শনিবার দুপুরে উপজেলার পাররামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশে রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি জানায়, মুসলিম উদ্দিন ও আব্দুল মান্নান ওরফে মান্না দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছেন। ২০ জানুয়ারি দুপুরে ইয়াবা পাচার করার সময় গোপন সংবাদ পায় ডিবির উপ-পরিদর্শক আবু রায়হান ও মিজানুর রহমান। পরে তাদের নেতৃত্বে পাররামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশে রাস্তা থেকে অভিযান চালায় ডিবির একটি দল। সেখান থেকে ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জেলা ডিবি-২ এর পরিদর্শক (ওসি) সোহেল রানা বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।