জাহাজে বিস্ফোরণ : নিখোঁজ একজনের লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে জাহাজের গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার দুপুরে ক্ষতিগ্রস্ত জাহাজের ইঞ্জিন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হৃদয় হবিগঞ্জ জেলার মাদবপুর এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে সাগর নন্দিনী-২ জাহাজে গ্রিজার পদে কাজ করেন।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শাফায়েত এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, এখনো নিখোঁজ রয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা ও জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপার ভাইজার চাঁদপুর সদরের মাসুদুল আলম বেল্লাল ও জাহাজের চালক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সরোয়ার হোসেন। এখনো উদ্ধার অভিযান চলছে। এছাড়া ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে তেল সরিয়ে নেয়ার কাজ অব্যাহত রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক মরুহুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights