জিততে পাকিস্তানের সাড়ে ১৯ ওভারে চাই ১৮২ রান
অনলাইন ডেস্ক
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের সামনে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবার জয়ের জন্য তাদের ১৯.৩ ওভারে চাই ১৮২ রান।
৪০২ রানের টার্গেটে খেলতে নেমে ২১ ওভার ৩ বলে পাকিস্তান ১ উইকেট হারিয়ে তুলেছিল ১৬০ রান।
ক্রিজে আছেন শতক হাঁকানো ওপেনার ফখর জামান ও অর্ধশতকের পথে থাকা পাকিস্তানের কাপ্তান বাবর আজম।
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাবর আজম। সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি এবং কেন উইলিয়ামসনের ৯৫ রানের ইনিংসে ভর করে ৪০১ রানের সংগ্রহ দাঁড় করা কিউইরা। বিশ্বকাপে এটিই কিউইদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এই ম্যাচ জিতলেই নিউজিল্যান্ড সেমির দৌড়ে আরো অনেকটা এগিয়ে যাবে। আর হারলেই বাবররা কার্যত ছিটকে যাবে এবারের বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার দৌড় থেকে।