‘জীবনে টাকা-পয়সা, ধন-সম্পদ থেকে সময়ের মূল্য অনেক বেশি’

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন- ‘জীবনে টাকা-পয়সা, ধন-সম্পদ থেকে সময়ের মূল্য অনেক বেশি। যারা সময়কে কাজে লাগিয়েছেন, তারাই জীবনে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। এক একজন শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মতো জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে কর্মময় জীবন গড়ে তুলতে হবে।

শনিবার কুমিল্লার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বিনামূল্যে পাঠ্যপুস্তকসহ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর ১৪৫জন শিক্ষার্থীর মাঝে স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত অর্থায়নে বই, ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বিদ্যালয়ের দাতা সদস্য সৈয়দ ফয়জুর রহমান, অভিভাবক সদস্য কাজী তৌহিদুল আলম মঈন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খুরশীদ আলম, শিক্ষক হরিলাল দেবনাথসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights