জোর করে সম্পত্তি লিখে নেওয়ায় ছেলেকে গ্রেফতারের দাবি মায়ের
মানিকগঞ্জ প্রতিনিধি
সম্পত্তি জোর করে লিখে নেওয়া, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, বাড়িঘর ভাঙচুরসহ নানা অভিযোগে ছেলে আবুল হাসনাত রাসেলকে গ্রেফতার ও এসব ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মা। আজ দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত আবুল হাসনাত রাসেলের মা হাজেরা খাতুন (৭০), ছোট ভাই মেহেদী হাসান মিঠু, মামা আব্দুল মজিদ, খালা শামীমা সুলতানা বক্তব্য রাখেন।
রাসেলের মা বলেন, ভয়ভীতি দেখিয়ে আমার বড় ছেলে আবুল হাসনাত রাসেল আমার সম্পত্তি লিখে নেয়। সেই সাথে প্রতারণা করে ব্যাংক থেকে আমার সাতলক্ষ ত্রিশ হাজার টাকা তুলে নেয়। আমাকে ও ছোট ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। সম্পত্তি ও টাকা ফেরতসহ আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ছোট ভাই মেহেদী হাসান মিঠু বলেন, বিদেশে থাকা অবস্থায় আমি টাকা পাঠিয়েছি। সেই টাকায় নিজের নামে জমি কিনেছে। আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে না দিয়ে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি সবসময় আতঙ্কে থাকি।
এসব ব্যাপারে জানতে অভিযুক্ত আবুল হাসনাত রাসেলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।