ঝিনাইদহের শৈলকুপায় কালবৈশাখী ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যায় ঝড়ের সাথে বৃষ্টি শুরু হয়।
শৈলকুপা উপজেলার ভাটই, কুলচারা, কচুয়া, আহসাননগর, ভগবাননগর, বিত্তিপাড়া, কাজীপাড়া, গোলকনগর, নাকোল এলাকা দিয়ে শিলাবৃষ্টি আর ঝড় বয়ে যায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের ঝড়ে ওই এলাকার গম, ভুট্টা, পেঁয়াজ ও তামাক ফসলের ক্ষতি হয়েছে।
ঝড়ে বেশ কিছু বাড়ির টিনের চালা উড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে প্রকৃত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।