টেকনাফে ডিএনসির উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সভা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশেষ জোনের আয়োজনে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে অংশগ্রহণমূলক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে আলোচনা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ মাদক সেবন ও মাদক পাচারের প্রত্যক্ষ ও পরোক্ষ সকল প্রকার ক্ষতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষক মিনহাজুর রহমান, মোহাম্মদ আবু তালেব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টেকনাফ বিশেষ জোনের সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকবিরোধী স্কেল বিতরণ করা হয় এবং মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। সর্বশেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে নানাবিধ মাদক সংশ্লিষ্ট সমস্যার সম্ভাব্য সমাধান ও পরামর্শ প্রদান করা হয়।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের মাদক অপব্যবহার রোধে কার্যকর সকল ধরনের ব্যবস্থা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাদকবিরোধী দুঃসাহসিক অভিযান পরিচালনা করে সম্প্রতি বিপুল পরিমাণ ইয়াবা, গোলাবারুদসহ অস্ত্রশস্ত্র জব্দ করেছে এই দপ্তর। এ ধরণের অনুসন্ধানী অভিযান পরিচালনার জন্য টেকনাফের সুধীজনরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights