টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার, আটক ৪
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নস্থ রঙ্গীখালির গহীন পাহাড়ী এলাকা থেকে এবং বড় হাবিব পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র-মাদক উদ্ধার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
এসময় ইয়াবার গডফাদার খ্যাত নবী হোসেনের অন্যতম সহযোগী মো. রফিক আহাম্মেদ প্রকাশ বারমাইয়া রফিক ও তার একান্ত সহযোগী ফরিদ আলমসহ ৪ জনকে আটক করা হয়।
উদ্ধার করা হয় ৩ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২টি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড কার্তুজ এবং ৫০০ বোতল ফেনসিডিল।
আটককৃতরা হলেন রফিক আহাম্মেদ প্রকাশ বার্মাইয়া রফিক (৪০) ,তার একান্ত সহযোগী একই ইউনিয়নের মৌলভী বাজার এলাকার নুর আলমের ছেলে ফরিদ আলম (২৮), টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড -বড় হাবিবপাড়ার মৃত অলিচাঁনের দুই ছেলে সৈয়দুর রহমান (৪৯) ও আজিজুর রহমান (৪৪)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত বিপুল পরিমান ইয়াবা, আইস, ফেনসিডিল এবং আগ্নেয়াস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।