ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের পীরগাছায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন আব্দুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ। বুধবার উপজেলার কান্দি ইউনিয়নের তালেরহাট মাঝিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান তালেরহাট এলাকার বাসিন্দা।
জানা গেছে, আবদুর রহমান সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় তালেরহাট বাজার থেকে নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মেছের আলীর বাড়ির সামনে বিপরীত দিকে থেকে আসা একটি বেপরোয়া মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে লোকজন ঘাতক ট্রাক্টরটিকে আটক করলেও চালক রানু মিয়া পালিয়ে যায়। রানু মিয়া তেয়ানী মনিরাম গ্রামের খাজা মিয়ার ছেলে।
পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় ট্রাক্টর চালকের নামে মামলা হয়েছে। লাশ নিহতের পরিবারের নিকট হন্তান্তর করা হয়েছে।