ট্রাম্প বিজয়ী হচ্ছে ইঙ্গিতে ডলারের মূল্যবৃদ্ধি

অনলাইন ডেস্ক

মার্কিন নির্বাচনের ভোটগ্রহণের সময় আর্থিক বাজারের গতিবিধি ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। মঙ্গলবার ভোট চলাকালে মার্কিন ডলারের মূল্য অন্যান্য মুদ্রার তুলনায় শক্তিশালী হয়েছে, যা থেকে বোঝা যাচ্ছে, কারেন্সি ব্যবসায়ীরা ট্রাম্পের পক্ষে নির্বাচনী প্রবণতা প্রত্যাশা করছেন।

বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের পরিকল্পিত শুল্ক আরোপ অর্থনৈতিক মুদ্রাস্ফীতি বাড়াতে পারে, যা মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে সুদের হার বাড়ানোর প্রভাব ফেলতে পারে। সুদের হার বাড়লে বৈশ্বিক বিনিয়োগকারীরা উচ্চতর মুনাফার জন্য ডলারভিত্তিক বিনিয়োগের প্রতি আগ্রহী হয়। ডলারের চাহিদা বাড়লে স্বাভাবিকভাবেই এর মূল্যও বৃদ্ধি পায়।

এছাড়া, ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের মূল কোম্পানির শেয়ার পরবর্তী ঘণ্টার লেনদেনে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বাজারের অনেকে ট্রাম্পের প্রভাবের স্বীকৃতি হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights