ট্রেনে কারা আগুন দিয়েছে তা বুঝতে বিজ্ঞানী হওয়া লাগে না : রিজভী

অনলাইন ডেস্ক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সারা দেশে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার মোতায়েন, রাস্তায় রাস্তায় পুলিশের তল্লাশি থাকার পরও ট্রেনে কারা আগুন দিয়েছে তা বুঝতে বিজ্ঞানী হওয়া লাগে না। গতকাল ট্রেনে কারা আগুন দিয়েছে বাংলাদেশের জনগণসহ আন্তর্জাতিক বিশ্ব জানে।’

শনিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পাতানো নির্বাচনের জন্য দেশটাকে জ্বলন্ত অগ্নিগিরি বানিয়ে ফেলেছে। দেশকে এভাবে মৃত্যু উপত্যকা এবং জল্লাদের উল্লাসমঞ্চ বানানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের নৃশংসতম বর্বরোচিত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।’
রেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতাদের দায়ী করে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তার জবাবে রিজভী বলেন, ‘ক্রসফায়ারের নিত্যদিন একই কাল্পনিক গল্পের মতো তাদের প্রতিটি ঘটনায় গল্প তৈরি থাকে আইন-শৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবীউল্লাহ নবীসহ ছয়জনকে তুলে নিয়ে তাদের নৃশংস নির্যাতন করে দোষ চাপাচ্ছে বিএনপির ওপর। প্রতিটি নাশকতার ঘটনার পর বিএনপির ওপর দোষ চাপানো আওয়ামী লীগ ও তাদের দলীয় পুলিশ প্রশাসনের মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে। যাতে বিএনপিসহ বিরোধীদের ওপর দায় চাপিয়ে বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলনকে আর্ন্তজাতিক অঙ্গনে সহিংস হিসেবে দেখাতে পারে।’

তিনি বলেন, ‘কেবল বাংলাদেশ নয়, এখন গোটা পৃথিবীবাসী জানে আগুন দিয়ে গাড়ি পোড়ানো, ট্রেনে আগুন, ট্রেন লাইন উপড়ানো, সহিংসতা, গান পাউডার দিয়ে, লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার মূল হোতা আওয়ামী লীগ। এবারও তামাশার নির্বাচন কণ্টকমুক্ত রাখতে, একদফার সংগ্রাম বানচাল করতে বিগত দিনের মতো পুলিশের প্রটেকশনে আগুন সন্ত্রাস করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights