ঠাকুরগাঁওয়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
ঠাকুরগাঁও প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় জমজমাট ঠাকুরগাঁওয়ের নির্বাচনের মাঠ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত জেলার তিনটি আসনে ১৪ জন প্রার্থীর প্রচারণায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি এলাকায় নৌকার পক্ষে ভোট চেয়ে জনসভা করেছেন ঠাকুরগাঁও-১ আসনের নৌকার মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন। এছাড়াও থেমে নেই একই আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে তাহমিনা আখতার মোল্লা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনিও। এসময় বিভিন্ন ধরণের উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের।
ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন ৪ জন প্রার্থী।