ডব্লিউটিএ’র বর্ষসেরা খেলোয়াড় বেলারুশের সাবালেঙ্কা

অনলাইন ডেস্ক

টেনিসের আঙিনায় স্বপ্নের মতো বছর কাটিয়ে দারুণ এক স্বীকৃতি পেলেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। প্রথমবারের মতো ডব্লিউটিএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বেলারুশের এই তারকা।

মেয়েদের এককে ২০২৪ সালে মোট চারটি শিরোপা জেতেন সাবালেঙ্কা। ক্যারিয়ারের তিন গ্র্যান্ড স্ল্যামের দুটি জেতেন তিনি এই বছরে। গত জানুয়ারিতে ধরে রাখেন অস্ট্রেলিয়ান ওপেন। সেপ্টেম্বরে প্রথমবারের মতো জেতেন ইউএস ওপেন।

গত অগাস্টে সিনসিনাটি ওপেন জয়ের পর অক্টোবরে উহান ওপেনের ট্রফিতে চুমু আঁকেন তিনি। প্রথম নারী হিসেবে তিনবার উহান ওপেন জয়ের কীর্তি গড়েন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়। ইগা শিয়াওতেকের ১১ মাসের রাজত্বের অবসান ঘটিয়ে গত অক্টোবরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি।

চোটের কারণে তিনি খেলতে পারেননি এবারের উইম্বলডনে। স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে সরে দাঁড়ান প্যারিস অলিম্পিকস থেকেও। এই মৌসুমে ৫৬ জয়ের বিপরীতে ১৪ ম্যাচ হেরেছেন সাবালেঙ্কা।

প্রসঙ্গত, গণমাধ্যমের ভোটে ডব্লিউটিএ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। গত দুই বছরে সেরা হয়েছিলেন পোলিশ তারকা শিয়াওতেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights