ডেঙ্গু, পাকিস্তানের বিপক্ষেও অনিশ্চিত গিল
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে ওপেনার শুভমান গিলকে পাওয়া যাচ্ছে না গতকালই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানানো হয়েছিল, চেন্নাইতেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন গিল।
এবার এই ওপেনারকে পাকিস্তানের বিপক্ষে পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। ডেঙ্গু আক্রান্ত গিলের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলেই জানাচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। অনেক খবর বলছে, গিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
বিশ্বকাপ শুরুর আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন গিল। ক্রিকবাজ জানিয়েছে, প্লাটিলেট সংখ্যা শংকাজনকভাবে কমায় চিকিৎসকরা গিলকে বিমান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। তাই পাকিস্তানের বিপক্ষেও গিলকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।