তালাক দেওয়ায় প্রকাশ্যে স্ত্রীর প্রাণ নিলেন সাবেক স্বামী

সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকায় পোশাক কারখানায় যাওয়ার পথে কুইন্স খাতুন নামের এক নারী প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করেছে তারই সাবেক স্বামী আজাদ। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পোশাককর্মী কুইন্সের বিয়ে হয় নওগাঁর আজাদের সঙ্গে। কিন্তু আজাদ নেশাগ্রস্ত হওয়ায় এক বছর আগে তালাক দেন কুইন্স। এরই জেরে তাকে কুপিয়ে হত্যা করেন আজাদ। নিহত কুইন্স খাতুন নওগাঁ জেলার সদর থানার ফতেপুর গ্রামের মো. কুদ্দস মিয়ার মেয়ে। তিনি আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় এমারত মিয়ার বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় যাওয়ার পথে ওই পোশাককর্মীকে কুপিয়ে পালিয়ে যান আজাদ। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই নোমান সিদ্দিকী। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights