তালাবদ্ধ ঘরে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির পচা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শীষমহল আমতলা এলাকার স্বপন সরকারের ভাড়াটিয়া বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত ২০ জানুয়ারি স্বামী স্ত্রী পরিচয়ে স্বপন সরকারের বাড়িতে একটি রুম ভাড়া নেয় এক দম্পতি। এ সময় বাড়িওয়ালা ভাড়াটিয়াদের কোন পরিচয়পত্র রাখেনি। ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন আগ হয়তো ঐ ব্যক্তিকে রুমের ভিতরে রেখে স্ত্রী পরিচয় দেয়া নারী দরজায় তালা দিয়ে চলে যায়।
এরপর মঙ্গলবার সকালে ঐ রুম থেকে দুর্গন্ধ বের হলে থানায় খবর দেয় প্রতিবেশীরা। এরপর পুলিশ গিয়ে তালা ভেঙ্গে দেখেন খাটের ওপর সোজা অবস্থায় পুরুষের পচা বিকৃত লাশ পড়ে আছে। বিকৃত হওয়ায় নিহতের বয়স ধারণা করা যাচ্ছেনা। লাশের পাশেই ইয়াবা সেবনের সরঞ্জাম পড়ে থাকতে দেখা গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঐ ব্যক্তিকে হত্যা করা হয়েছে নাকি অতিরিক্ত মাদক সেবনে মারা গেছে তা ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে।