দক্ষিণখানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
ঢামেক প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে শারফিন ইসলাম সোহেল (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার দিবাগত রাতে দক্ষিণখানে এ ঘটনা ঘটে।
আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল সর্দার।
তিনি জানান, মরদেহটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।