দক্ষিণ হরিরামপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদরের দক্ষিণ হরিরামপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। রবিবার দিনাজপুর সদরের শশরা ইউপির দক্ষিণ হরিরামপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদর হুইপ ইকবালুর রহিম এমপি।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান, দিনাজপুর ক্যাথেলিক ধর্মপ্রদেশ বিশত সেবাস্টিয়ান টুডু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা, গ্রাম উন্নয়ন কমিটি, যুব ও শিশু ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, বাল্যবিবাহ মুক্ত গ্রামকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করে অঙ্গীকার ব্যক্ত করেন।
দিনাজপুর সদরের শশরা ইউপির ফুলতলা বাজার সংলগ্ন শশরা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় দক্ষিণ হরিরামপুর গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।
শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদ আলী রানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আলী মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম প্রমুখ।