দিনাজপুরে অনূর্ধ্ব-১৫ শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে অনূর্ধ্ব-১৫ শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে জেলার সদর উপজেলার ৪টি স্কুলের ৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

আয়োজকরা জানান, ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণে জেলার সদর উপজেলার ৪টি স্কুলের ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। স্কুলগুলো হলো-গোসাইপুর উচ্চ বিদ্যালয়, চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজ, মানিকপীর উচ্চ বিদ্যালয় ও চেহেলগাজী শিক্ষা নিকেতন এন্ড কলেজ। ৫০ জনের মধ্য থেকে ৩০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। আগামী এক মাস এই ৩০ জনকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রদান করবেন চেহেলগাজী শিক্ষা নিকেতন এন্ড কলেজের শারীরিক শিক্ষক ওবায়দুর রহমান।

সোমবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় শহরের গোবরাপাড়া সুইমিংপুল চত্বরে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম।
দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, নির্বাহী সদস্য আবু শাহীন, চেহেলগাজী শিক্ষা নিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ শাকিল আহম্মেদ। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের জার্সি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights