দিনাজপুরে বাইসাইকেল র্যালি
দিনাজপুর প্রতিনিধি
সারাদেশে পরিবেশ রক্ষায় ও বাইসাইকেল র্যালির মাধ্যমে জনসচেতনতামূলক প্রচার শুরু করেছেন ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ। প্রচারের অংশ নিয়ে বৃহস্পতিবার ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ পঞ্চগড় থেকে বাইসাইকেলযোগে যাত্রা শুরু করে ফুলবাড়ী পৌর শহরে এসে কিছুক্ষণ যাত্রা বিরতি করে প্রচারণা করেন। এর আগে গত ১৫ নভেম্বর পঞ্চগড় থেকে ৬ সদস্যের একটি টিম নিয়ে এ যাত্রা শুরু করেন তারা। দিনাজপুরের ফুলবাড়ীর শহীদ মিনারে গিয়ে ২০১৬ সালে ২৬ আগস্ট কয়লাখনি বিরোধী আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করেন তরা।
এ ব্যাপারে ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ এর এডমিন শামীম মাশুক আলম বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষায় আমরা এই কার্যক্রম শুরু করেছি। পরিবেশ রক্ষা করতে হলে সাধারণ জনগণকে সচেতন হতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে, যেখানে সেখানে পলিথিন ফেলে রাখা যাবে না এবং পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আমরা বাইসাকেল র্যালির মাধ্যমে দেশের ৬৪ জেলায় জনসচেতনতামূলক প্রচার করার লক্ষে প্রদক্ষিণ শুরু করছি।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এসএম নুরুজ্জামান জামান, ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ এর সদস্য বোরহান উদ্দীন, অর্নব কুমার রায়, মং মিউনাই প্রমুখ