দিনাজপুরে মামলা তুলে নিতে বাদিকে হুমকি
মোঃ ইমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ আগামী ২৩/০৬/২০২৪
ধার্য তারিখের আগে মামলা তুলে না নিলে বাড়ী ঘরে আগুন দিয়ে পুড়িয়ে
মারবে রাস্তা ঘাটে হত্যা করে লাশ গুম করে দিবে মর্মে হুমকি অব্যাহত রেখেছে।
রব্বানি ও আব্দুর রাজ্জাক অরফে (কালা রাজ্জাক)।
দিনাজপুর কাহারোল উপজেলার ৬নং ইউপির ঈশ্বর গ্রাম এলাকার মৃত সাজ্জাদ
আলির পুত্র মো. রব্বানি, মো. আব্দুর রাজ্জাক (কালা রাজ্জাক), মুটনি হাট
বাজার সংলগ্ন ঈশানপুর হাই স্কুল মাঠ এলাকায় উভয় ব্যবসা করার নিমিত্তে
(১৬ লক্ষ টাকা) ধার চাইলে, গত (৩০/০৭/২০১৩) তিনটি ১০০ টাকা মূল্যের নন
জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র করেন, এবং পূর্ব সাদিপুর, ইটুয়া গ্রামের
পিতা মৃত রুস্তম আলির পুত্র মো. আলাউদ্দিন, স্বাক্ষি গণের সম্মুখে ১৬ লক্ষ
টাকা প্রদান করেন। পরবর্তীতে পাওনা টাকা চাইতে গেলে, প্রাণ নাশসহ
বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন ঋণ গ্রহিতারা। এ ব্যাপারে দিনাজপুর
কাহারোল থানায় (১১/০৫/২০১৪) তারিখে একটি সাধারণ ডায়েরি করেন যার
নং-৩৬৩। এবং বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩
(কাহারোল) দিনাজপুরে একটি মামলা দায়ের করেন, মৃত রুস্তম আলির পুত্র মো.
আলাউদ্দিন, মামলা নং-১১১ সি/২১।
মামলার বিবরণে জানা যায়, মো. রব্বানি, মো. আব্দুর রাজ্জাক (কালা রাজ্জাক),
মো. আজিজুল, মো. বাবুল এই চার জনের প্রত্যক্ষ কুপ্ররোচনায় ও
(সি.আই.ডি) মো. সাইফুল রব্বানির কথিত মামা এর সহযোগিতায়
টাকাগুলি আত্মসাৎ করা নিমিত্তে রব্বানিকে ভিক্টিম দেখিয়ে মিথ্যা উক্তি
মূলে ৫ লক্ষ টাকা চুক্তিতে মো. আলাউদ্দিনের বিরুদ্ধে দিনাজপুর কতোয়ালী
থানার (জিআর) ১৬০/২০১৬ নম্বর মোকাদ্দমা আননয়ন করে, উক্ত মামলাটি পক্ষে
নেওয়ার জন্য রব্বানির কথিত মামা সাইফুল কৌশলে সি আই ডিতে তদন্ত
দায়িত্ব গ্রহণ করেন। বাদি আলাউদ্দিনের পক্ষে উকিল বিজ্ঞ আদালতে বিচারকের
নিকট (সি.আই.ডি) তদন্ত বাতিল চেয়ে আবেদন করেন এবং (পিবিআই)
তদন্ত চান। বিজ্ঞ আদালত মঞ্জুর করেন, (পিবিআইকেই) তদন্তভার দেন। তদন্ত শেষে,
আসামিদ্বয় বাদির টাকা আত্মসাৎ করার চেষ্টায় রয়েছেন আসামিরা, তা
প্রমাণিত হওয়ায়, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) দিনাজপুর
জেলা মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত গত ০৪/০২/২০২৪ বিজ্ঞ বিচারকের
নিকট দাখিল করেন।
উল্লেখ যে, মৃত সাজ্জাদ আলির পুত্র মো. রব্বানিকে দশটি এক হাজার টাকা
মূল্যের জাল নোটসহ গ্রেফতার করে জয়পুর হাট সদর পুলিশ ফাঁড়ি মামলা নং
জি,আর – ১১৩/১৮। দিনাজপুর কাহারোল উপজেলার ৬নং রাম চন্দ্রপুর ইউনিয়নের
ঈশ্বর গ্রাম এলাকায় ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার
করেন কাহারোল থানা পুলিশ যার মামলা নং-০৪ তারিখ (১৪/১২/১৭)। বর্তমানে
মামলা গুলি বিচারাধীন রয়েছে।