দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, সন্তান সুস্থ


আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর সদরের নিমনগর
বালুবাড়ী শহীদ মিনার মোড়ে মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে
ঘটেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় একজন নারী
মারা গেলেও, তার কোলে থাকা এক বছরের শিশুটি অলৌকিকভাবে বেঁচে
গেছে।

নিহত নারীর নাম রোজিনা খাতুন (২৫)। তিনি বিরল উপজেলার সংকরপুর
গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়,
রোজিনা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য
একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি বাঁক
নিতে গেলে তিনি নিচে পড়ে যান এবং পেছন থেকে আসা একটি
ট্রাকের চাপায় তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোজিনার কোলে থাকা
শিশুটি দুর্ঘটনার সময় কোনো আঘাত পায়নি। শিশুটি এখন সুস্থ
রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ ট্রাকচালককে আটক করেছে এবং
আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights