দুমকিতে গাছ পড়ে বৃদ্ধের মৃত্যু
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষতিসহ বসতঘরে গাছ পড়ে জয়নাল হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নলদোয়ানী স্লুইসগেট এলাকায় ঘটনাটি ঘটে। পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট গাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঝোড়ো হাওয়ার সময় হঠাৎ দুটি বড় বড় চাম্বল গাছ জয়নাল হাওলাদারের টিনের ঘরের ওপর পড়লে ঘরের মধ্যে চাপা পড়ে তিনি মারা যান এবং বসতঘরটি দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। এছাড়াও পাঙ্গাশিয়া ইউনিয়নের ১, ২, ৩ এবং ৯ নম্বর ওয়ার্ডে কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় ওই চারটি ওয়ার্ডের বাসিন্দাদের তিনি কোনো আশ্রয়কেন্দ্রে নিতে পারেননি। যার ফলে তারা সবাই নিজ নিজ বাসায় অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যখন প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছিল তখন জয়নাল হাওলাদার ও তার স্ত্রী ঘরে ছিলেন। ঘটনার সময় জয়নালের স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। আর জয়নাল ছিলেন ঘরের বারান্দায়। এ সময় ঘরের পাশে থাকা দুটি বড় বড় চাম্বল গাছ টিনের ওপরে পড়লে তা সরাসরি জয়নালের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের অনেক যায়গায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ ছুটে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ঝড়ের তাণ্ডবে খুঁটি ভেঙে তার ছিড়ে বিদ্যুৎহীন রয়েছে পুরো উপজেলা। রবিবার রাত থেকে উপজেলায় বিদ্যুৎ না থাকায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে রেমালের তাণ্ডব চলমান থাকায় ক্ষয়ক্ষতির সঠিক খবর এখনো পাওয়া যায়নি দুমকি উপজেলা নির্বাহী অফিসারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।