দেশে ফিরলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সরকারের আমলে কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরেছেন।

শুক্রবার সকাল ৯টায় তুরস্ক থেকে একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহমুদুর রহমানকে গণসংবর্ধনা দেয় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা।

সংবর্ধনার সময় মাহমুদুর রহমান তার বক্তব্যে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই শহীদের আমরা কখনো ভুলবো না।” এসময় তিনি দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান।
শেখ হাসিনার আমলে সারাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ১২৪টি মামলা হয়েছিল। একইসঙ্গে তাকে আটক করা হয়। এরপর অনেক দিন তাকে রিমান্ডে নেওয়া হয়। পরে একটি মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights