দ্বিতীয় বিয়ে করলেন শাহরুখের নায়িকা মাহিরা খান

অনলাইন ডেস্ক

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। শাহরুখ খানের সঙ্গে বলিউডে ‘রইস’ সিনেমার জন্য সর্বাধিক পরিচিত এই অভিনেত্রী ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেছেন। অভিনেত্রীর বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ হয়েছে।

মাহিরার ম্যানেজার অনুশয় তালহা খান ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে মাহিরা সেলিমের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় সেলিমকে চোখের জল মুছতে দেখা গেছে। সেলিমও মাহিরার দিকে এগিয়ে এসে তার ঘোমটা তুলে দেয়।

পাকিস্তানের মুরিতে একটি বহিরাগত অনুষ্ঠানে দু’জনের বিয়ে হয়। বিয়েতে মাহিরা ওড়নাসহ একটি প্যাস্টেল লেহেঙ্গা পরেছিলেন। হীরার গহনাও পরনে ছিল অভিনেত্রীর। সেলিমকে কালো শেরওয়ানি ও নীল পাগড়িতে দেখা গেছে।
উল্লেখ্য, ২০০৭ সালে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে শৈশবের প্রিয়তম আলী আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা খান। তবে ২০১৫ সালে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। অভিনেত্রীর প্রথম বিয়ের ভাঙার পর একটা লম্বা সময় সেলিমের সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও এর মাঝে ভারতীয় তারকা রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights