দ্বিতীয় সেমিফাইনালের মাঝেই ইডেনে ঢুকে পড়েছিল দর্শক
অনলাইন ডেস্ক
ক্রিকেটের নন্দনকানন খ্যাত কলকাতার ইডেন গার্ডেন্সে সেমিফাইনাল ম্যাচের শেষ দিকে আচমকাই মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। হাইকোর্ট প্রান্ত থেকে ওই দর্শক নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মাঠে ঢুকে যান।
খেলার তখন টান টান অবস্থা। ফলে ক্রিকেটারদের মনোযোগ কিছুটা হলেও নষ্ট হয়ে যায়।
অস্ট্রেলিয়ার ইনিংস চলার সময় মাঠে ঢুকে পড়েন ওই দর্শক। রান তাড়া করতে নেমে বেশ চাপে ছিল অস্ট্রেলিয়া। হাইকোর্ট প্রান্তের ৭ নম্বর গেটের ‘ডি’ ব্লক গ্যালারি থেকে ওই সমর্থক সোজা ছুটে যান পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে থাকা ডেভিড মিলারের দিকে।
এসময় পকেট থেকে ফোন বের করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের সঙ্গে সেলফি তোলেন তিনি। আরও এক ক্রিকেটারের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার আগেই নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসেন। তাকে মাঠ থেকে বের করে নেওয়া হয়।