ধর্ষণের বিচার দাবিতে বরিশালে মশাল মিছিল
মাগুরার শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যাকারীর বিচার দাবিতে বরিশাল নগরীতে মশাল নিয়ে বিক্ষোভ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ফেডারেশন। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা আছিয়ার ধর্ষণ ও হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেন। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নগরীর বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।