নড়াইলে দিনব্যাপী মতুয়া শ্রী বিমল পাগলের ৩১ তম মহোৎসব উৎযাপন উপলক্ষে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

শুভ সরকার, নড়াইল থেকে
নড়াইলে মতুয়া শ্রী বিমল পাগলের ৩১ তম মহোৎসব উৎযাপন উপলক্ষে বার্ষিক মতুয়া মহাসম্মেলন ও দিন ব্যাপী হরিনাম সংকীর্ত্তন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নড়াইল সদরের কলোড়া ইউনিয়নের আগদিয়ার চর সার্বজনীন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন সেবা আশ্রম ও মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও আন্তজার্তিক মতুয়া প্রচার মহাসংঘ,শ্রীধাম ওড়াকান্দির মহাসচিব ডাঃ দুলাল কৃষ্ণ রায়।
প্রদীপ প্রজ্জ্বলন করেন আন্তজার্তিক মতুয়া প্রচার মহাসংঘ,শ্রীধাম ওড়াকান্দি ও মতুয়া মিশন যুব সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য্য শ্রী সম্মদ ঠাকুর।
মতুয়া বিমল গোসাই এর সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের নব- নির্বাচিত ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানা রোজী, মন্দির কমিটির সাধারন সম্পাদক মতুয়া শ্রী সুর্য কান্ত দাস,মতুয়া মিশন জেলা কমিটির সভাপতি অসীম পাল,সেক্রেটারি অসীম বিশ্বাসসহ কয়েক হাজার মতুয়া ভক্ত এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইলসহ আশ পাশের জেলার অর্ধশতাধিক মতুয়া দল এ তাদের ডাক,ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মহাসম্মেলনে হাজির হয়। এ উপলক্ষে মন্দিরের আশে পাশে বসেছে মেলা। মেলায় বিভিন্ন পশরা সাজিয়ে বসে দোকানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights