নতুন প্রেমের কারণেই কি নওয়াজের সঙ্গে ঘর ভাঙছে আলিয়ার?
অনলাইন ডেস্ক
গত বছরের শেষ দিকে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়ার মধ্যে দাম্পত্যকলহের শুরু হয়। এখনও পর্যন্ত নিত্যদিনই তাদের নিয়ে গণমাধ্যমে খবর হয়। একাধিকবার তারা আদালতের দারস্থ হলেও সম্পূর্ণ মীমাংসা হয়নি নওয়াজ ও আলিয়ার গার্হস্থ্য সমস্যার। আদালতে এখনও বিচারাধীন অভিনেতা ও তার স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলা। অর্থাৎ আইনত, এখনও নওয়াজের স্ত্রী-ই আছেন আলিয়া সিদ্দিকি। এরমধ্যেই আলিয়ার জীবনে নতুন পুরুষ এসেছে বলে জানা গেছে। বিবাহবিচ্ছেদের আগেই প্রেম পড়েছেন অভিনেতার স্ত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া নিজেই জানান, নওয়াজের সঙ্গে তিক্ততার অধ্যায় ভুলে জীবনে এগোতে চান তিনি। তার দিন কয়েক পরেই এক মধ্যবয়স্ক পুরুষের সঙ্গে ছবি দেন নওয়াজ পত্নী। ছবিতে বোঝাই যাচ্ছিল দু’জনে একান্তে সময় কাটাচ্ছেন। তারপর থেকেই জল্পনা তবে কি এই পুরুষের কারণেই ঘর ভাঙল নওয়াজ—আলিয়ার! অবশেষে মুখ খুললেন অভিনেতার স্ত্রী।
আলিয়ার জীবনের এই নতুন পুরুষ ইতালির বাসিন্দা। দুবাইয়ে তার সঙ্গে আলাপ আলিয়ার। আলিয়ার কথায়, “আমরা একে অপরকে বহু দিন ধরে চিনি। আমরা বহু দিনের বন্ধুও। ও আমার খেয়াল রাখে, আমার যত্ন নেয়। আমার এই সঙ্গী একজন সত্যিকারের ভদ্রলোক।”
তবে আলিয়া তার প্রেমিকের পরিচয় এখনই প্রকাশ্যে আনতে নারাজ। তিনি বলেন, “আমাদের বিবাহবিচ্ছেদের জন্য কোনওভাবে তিনি দায়ী নন, কারণ আমরা দু’বছর আগেই বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করে ফেলেছিলাম।”
দুই ছেলেমেয়েকে নিয়ে দুবাইয়ে থাকেন আলিয়া। এবার নতুন এই সঙ্গীর সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করেন কি না, তা সময়ই বলে দেবে।